আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির উন্নতি দিনে দিনে। নতুন নতুন গবেষণায় আসছে নয়া নয়া ফিচার। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অ্যাপেল এবার চশমা নিয়ে যা পরিকল্পনা করছে, তা ভেঙে দেবে চশমার সব ধারণা। বিষয়টি দেখতে চশমার মতোই। কাজও চশমার করবে। কিন্তু শুধু চশমা হবে না সেটি। 


কেমন চশমা বানাবে অ্যাপেল? জানা যাচ্ছে, এই চশমা হবে হালকা, ফ্যাশনেবল। তবে এর লক্ষ্য কেবল ‘ভিশন’ নয়। সঙ্গেই থাকবে একাধিক প্রযুক্তি, ক্যামেরা, মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, অর্থাৎ হ্যান্ডস-ফ্রি সব ধরণের ইন্টারঅ্যাকশন সক্ষম হবে এই চশমা।
 সব মিলিয়ে এটি হবে ‘স্মার্ট গ্লাস’। অনেকেই বলছেন রে ব্যানের চশমাকে জোর টক্কর দিতে একেবারে কোমর বেঁধে প্রস্তুত অ্যাপেল।

একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালেই অ্যাপেল বাজারে আনতে চলেছে উন্নত প্রযুক্তির এই চশমা।  বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, আইফোন নির্মাতা তার পণ্য লাইনআপকে আরও বেশি আকর্ষক করতে এবং তার কৃত্রিম বুদ্ধিমত্তা ডিভাইসের চাহিদা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে এই চশমা আনবে বাজারে।